মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সমাজে যা ঘটে সংবাদপত্রের মাধ্যমে জনগণের কাছে প্রচার করা হয়। সংবাদ প্রচারে অসতর্ক থাকলে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছায়। তাই সংবাদ পরিবেশনের সময় সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। রবিবার মেহেরপুরে দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত