হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা পর্ষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকালে জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান এম. হারুনর রশীদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মকবুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপ পরিচালক ইয়ারুল ইসলাম, সরকারি কৌশুলী (জিপি) এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ অন্যান্য অতিথি বৃন্দ। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন প্রকৃত বীর-মুক্তিযোদ্ধাদের সরকার আরও মূল্যায়ন করুক তাঁরা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে কিন্তু এই মুক্তিযোদ্ধাদের ভিতরে কিছু অ-মুক্তিযোদ্ধা ঢুকেছে। তাদেরকে চিহ্নিত করার দাবি জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত