ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগে বিদেশী মদ, গাঁজা ও দুইটি ককটেল বোমাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পারভেজ আলম, এমরান হোসেন রিশাদ ও বেলাল হোসেন। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ আলম এবং তার সহযোগী এমরান হোসেন রিশাদ ও বেলাল হোসেনকে আটক করা হয়। পরে পারভেজ আলমের ঘর তল্লাশি করে গাঁজা, ছয় বোতল বিদেশী মদ, ঘরের সিলিংয় থেকে দুইটি ককটেল ও পুকুরের মধ্যে বস্তায় রাখা আরও ১০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ ব্যাপারে সেনবাগ থানায় মাদক ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত