মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাটের খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামলা-ভাংচুর ও সহকারী শিক্ষিকা মারুফা আকতারকে মারপিটের মুল আসামীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গত ৮ ডিসেম্বর উমার ইউনিয়নের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও মারপিটের ঘটনায় ৯ ডিসেম্বর থানায় ১১ নং একটি মামলা দায়ের হলে গা ঢাকা দেয় হামলাকারী ও মাদক মামলার আসামী আনোয়ার হোসেন। ১০ ডিসেম্বর ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস আই মোমিনসহ পুলিশের বিশেষ টিম সাড়াশি অভিযান চালিয়ে আসামীর বাড়ীর পাশে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেফতার করা হয়। ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আইন অমান্য-কারী ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারী খড়মপুর গ্রামের মৃত মোজাফফরের ছেলে ও মামলা মুল আসামী আনোয়ারকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত