জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার (৬ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার ঘোড়াঘাট-হিলি রেলগেট নামক স্থানের ব্র্যাক অফিসের সামনে বালুবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে আরেকটি ধান-বাহী ট্রাক ধাক্কা দিলে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার খাগরাটা গ্রামের কছিমুউদ্দিনের পুত্র ট্রাকের হেলপার শাকিল ঘটনাস্থলে (১৮) নিহত হয়। অপরদিকে বুধবার ৭ডিসেম্বর সকাল নয়টায় পৌর শহরের টাটকপুর নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে নওগাঁ থেকে ছেড়ে আসা রংপুর-গামী বি আর টি সি বাসের সাথে দিনাজপুর থেকে বিরামপুর গামী মোটরসাইকেল আরোহী দম্পতির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিনাজপুর রেল কলোনির লোকমান আলীর পুত্র সোহেল রানা (৩৭) ও বালুবাড়ীর রোস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত