আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সড়কে নিরাপত্তার সাথে নিরাপদে বাইক চালানো নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বুধবার বাইক চালানোর এ প্রশিক্ষণের আয়োজন করেছিলো হোন্ডার চাঁপাইনবাবগঞ্জের বিক্রয় প্রতিষ্ঠান শিশির হোল্ডা। এতে নারীসহ ৮০ অংশ নেন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু। আয়োজক প্রতিষ্ঠান শিশির হোন্ডার স্বত্বাধিকারী সারোয়ার মুর্শেদ শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক শাহ-জামান হক, পরিদর্শক সেলিম আহসান, আবু হুজাইফা, ট্রাফিক পরিদর্শক আনিসুজ্জামা অন্যান্যরা। অংশগ্রহণকারীদের মাঝে ট্রাফিক আইন মেনে সড়কে নিরাপত্তার সাথে নিরাপদে বাইক চালানোর বিভিন্ন দিক তুলে ধরেন হোন্ডার প্রশিক্ষক শহিদুল ইসলাম, আহসান হাবীব। শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও উপহার প্রদান করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত