আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় জনশুমারী ও গৃহগণনা-২০২২ উপলক্ষ্যে উপজেলা স্থায়ী শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাসেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মহাইমিনুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সুধীজন প্রমুখ। সরকারি দিক নির্দেশনা অনুযায়ী জাতীয় জনশুমারী ও গৃহগণনা-২০২২ বাস্তবায়ন করার লক্ষ্যে সভায় জনশুমারিতে সকলের সহযোগিতা কামনা করে দেশের প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা-২০২২ সফল ভাবে সর্ম্পন্ন করা আশা ব্যক্ত করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত