আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল( উফশী) হাইব্রীড জাতের ধান আবাদ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ওইসব ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা।
ই্উএনও আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানভির আহম্মেদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আলী,উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষক হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাউসার আলী প্রমুখ। কৃষি কর্মকর্তারা জানান,প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সাড়ে ৪ হাজার কৃষককে উফশী ও ৪ হাজার কৃষককে হাইব্রীড ধানবীজ বিতরণ করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত