মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার বিরামপুর থেকে নিখোঁজের ৭ দিন পর গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম খাদেমুল ইসলাম (৭৫)। সে বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত সুজার উদ্দিনের ছেলে। নিহত গরু ব্যবসায়ী খাদেমুল ইসলাম মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার ছেলে রায়হান কবির গত ২২ মে বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত