বকশীগঞ্জ, জামালপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। তিনি বলেন, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে ১৬ ডিসেম্বর যা আমাদের মহান বিজয় দিবস। কিন্তু জামালপুর জেলার বকশীগঞ্জের ধানুয়া কামালপুরে বিজয় অর্জিত হয়েছে ৪ ডিসেম্বর। বিজয়ের এই পথ ধরে পরবর্তীতে পুরো বাংলাদেশ বিজয় অর্জন করে।
প্রতিমন্ত্রী রবিবার বকশীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সহযোগী প্রতিষ্ঠান ব্রহ্মপুত্র মিডিয়া সেন্টারের উদ্যোগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুরের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বীর মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্ত্ব আর ত্যাগের কথা জানাতে ইতিহাস সংরক্ষণ, প্রামাণ্যচিত্র নির্মাণ সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশাত্মবোধে জাগ্রত করতে হলে তাদের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্ধুদ্ধ করতে হবে। এ বিষয়ে শিক্ষা কার্যক্রমের সহিত যুক্ত ব্যক্তিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ৩ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বশীর আহমেদ (বীর প্রতীক), বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব রাশেদুল হাসান শেলী, বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহেনা বেগম ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত