ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তিন দিনব্যাপী “কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২২” এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (০২-12- ২০২২) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ গত ৩০ নভেম্বর ২০২২ তারিখে শুরু হয়। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬১২ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে লে: কর্নেল মুহাম্মদ নাছির উদ্দিন উইনার এয়ার কমোডর মোঃ সিদ্দিকুর রহমান (এলপিআর) রানার আপ এবং মিসেস মমতাজ বেগম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে কেন্ডা টায়ার্স এর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। এ ধরনের মহতী উদ্যোগের জন্য প্রধান অতিথি কেন্ডা টায়ার্স চেয়ারম্যান এর ভূয়সী প্রশংসা করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত