ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৫ ডিসেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় জেলা শহর মাইজদীতে নেতাকর্মীদের সাথে এই সভা করেন সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, দলের দুর্দিনে যারা দলের জন্য কাজ করেছে আমরা চাই আগামী সম্মেলনে তারা কমিটিতে আসুক। দলের তৃণমূলের নেতাকর্মীরা যদি আমাকে যোগ্য মনে করে তারা আমাকে মনোনীত করবে। এছাড়াও দলের হাই কমান্ড যদি মনে করে আমি যোগ্য তাহলে আমাকে সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করলে আমি আমার সাধ্য মতো দলের জন্য অতীতে যেমন কাজ করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত