ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী সদর উপজেলায় ওএমএসের সরকারি ১১৩০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো.আব্দুল হাকিম (৪৭) নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামের দাইয়া মিয়ার বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দত্তের-হাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরের ভিতর থেকে এই চাল জব্দ করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে এসব চাল জব্দ করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত