বগুড়া, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যান্ত্রিক ত্রুটির কারনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) দুইজন বৈমানিকসহ এরুলিয়া বিমান বন্দর, বগুড়া সংলগ্ন এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরী অবতরণ করে। সকাল ১০টা ৩৪ মিনিটে বিমানটি এরুলিয়া বিমান বন্দর, বগুড়ায় অবস্থিত বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল থকে উড্ডয়ন শুরু করে। প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মাহবুব ও স্কোয়াড্রন লিডার হালিমুর নিরাপদ ও সুস্থ আছেন। উল্লেখ্য যে, দুর্ঘটনায় পতিত প্রশিক্ষণ বিমানটি বিমান বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে মেরামত যোগ্য।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত