নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী প্রতিষ্ঠানের মালিকের। সোমবার রাত ৯টার দিকে সদরের হুজরাপুর এলাকার মেসার্স পাবনা গদি এন্ড ফার্নিচার হাইসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত নয়টার দিকে হঠানই বৈদ্যুতিক পোল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ফার্নিচারের দোকানটি। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে দ্রুত ছুটে আসে। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত