নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নেশার টাকা না পেয়ে মা এবং বাবাকে মারপিট করার দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাভলু হোসেন নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির এ কারাদন্ড দেন। লাভলু উপজেলার চাঁদপুর গ্রামের শামসুল হকের ছেলে। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, লাভলু একজন মাদকাসক্ত যুবক। নেশার টাকার জন্য প্রায়ই তার মা ও বাবাকে মারপিট করতো লাভলু। শুক্রবার দুপুরে নেশার টাকার জন্য আবারো মা ও বাবাকে মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার চেষ্টা চালায়। এতে নিরুপায় হয়ে লাভলুর মা শেফালি বেগম উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত