হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয়ভাবে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, সময়মত সার ও কীটনাশক সরবরাহ, কৃষি-উপকরণের দাম কমানোসহ নানা দাবিতে সোমবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ হয়। স্থানীয় ‘কৃষি পরিবার’ নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও সুস্মিতা সাহা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মনিরা বেগম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান। এতে বক্তব্য দেন কৃষক কামরুজ্জামান, জালাল উদ্দিন, মতিয়ার রহমান, আলাউদ্দিন, কৃষাণী নাসরিন নাহার, ব্যাংকার মোস্তাফিজুর রহমান, মানজুরুল ইসলাম, শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ কৃষক অংশ নেন। সমাবেশে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রিতে ঢলতা, অতিরিক্ত খাজনা আদায়সহ নানা অব্যবস্থাপনার বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। পরে স্থানীয় কৃষি ও জনতা ব্যাংকের উদ্যোগে ২৫জন কৃষককে তাৎক্ষণিক ঋণ দেওয়া হয়। এই অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০জন কৃষকের প্রতিবন্ধী সন্তানদের মাঝে হুইল চেয়ারও দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা বেগম কৃষকদের এসব দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন এবং সব বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত