নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর, লোকাল ও কমিউটার ট্রেন চালুর দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা জাসদ। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ সভাপতি আব্দুল হামিদ রুনু, সহ সভাপতি নিয়ামুল হক, সদস্য হেলালুজ্জামান হেলাল, জেলা যুব-জোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, ব্যবসায়ী কাজেম আলী, জাতীয় শ্রমিক জোটের জেলা আহবায়ক সাজেমান আলী। জেলা যুব জোটের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলুর সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ (জাসদ)’র সহ সম্পাদক আব্দুল মজিদ। বক্তারা অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হওয়া সকল ট্রেন চালুর জোর দাবী জানান। পরে রেল-মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট জমা দেন নেতৃবৃন্দ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত