নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর কার্য নির্বাহী সদস্য ও ইতালি প্রবাসী রুবেল রানা চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক (দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার) সিতার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি) এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যতম কার্য নির্বাহী সদস্য অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক গণমুক্তি ও দৈনিক বঙ্গ জননী), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), মোঃ মঈনুল হক ( দৈনিক সংবাদ সারাদেশ), জ্যোতির্ময় চক্রবর্তী (দৈনিক রুপবানী), শাহ মোহাম্মদ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি), নাছরিন আক্তার প্রিয়া (এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক/ দৈনিক বাংলাদেশ সমাচার), শাহ মোঃ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ আলাল আহমদ (দৈনিক খবরপত্র), (জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), মোঃ কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), মোঃ ইমরাণ হোসেন (সংবাদ প্রতিদিন, শ্রীমঙ্গল), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), গোবিন্দ মল্লিক (বায়ান্ন টিভি), খালেদ আহমদ (স্বাধীন বাংলা টিভি), বিজয় সাহা (দৈনিক অপরাধ কন্ঠ), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার কার্য নির্বাহী সদস্য রাহাত আহমদ সিফন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আহবায়ক আবু তালেব চৌধুরী, বিজিত ধর, শাকিল হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর কার্য নির্বাহী সদস্য, ইতালি প্রবাসী রুবেল রানা চৌধুরীকে ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের দায়িত্বশীলরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত