ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শাবনুর বেগম (৩০) তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়ির রাসেদ উদ্দিনের স্ত্রী। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুজ্জামান ছুকু নিহতের শ্বশুরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাতে গৃহবধূ শাবনুর ঘরের পাশে পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসল করে ঘরে ফেরার পথে সে ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা গ্রাম্য চিকিৎসক ও খোনার নিয়ে আসে। একপর্যায়ে সকাল ৮টার দিকে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাতিয়া তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মা-বাবা বলছে তাদের কোন অভিযোগ নেই। তাদের মেয়ে কিছু দিন আগে থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত