ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এক গণ-বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করে সর্ব সাধারণের অবগতির জন্য আবদুল ওয়াদুদ পিন্টুকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ঘোষণা দিয়েছেন। অপর প্রার্থী ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে চেয়ারম্যান প্রার্থী আলা বক্স টিটু উচ্চ আদালতে রিটের আবেদন করলেও বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানীর পর তা খারিজ করে দেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত