জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে কৃষকের মাঝে শস্য উৎপাদন ত্বরান্বিত করতে কৃষি বিভাগ বিভিন্ন বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল জানান, এবার এই উপজেলায় ৩৯৮০( তিন হাজার নয়শ আশি) জন কৃষককে সরিষা বীজ ১ কেজি, সার ডিএপি ও এমওপি ২০ কেজি, এভাবে জমির পরিমাণ মাফিক গম, ভুট্টা সূর্যমুখী, পিয়াজ, মুগডালের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। তিনি আরো জানান আগামী এক সপ্তাহ ধরে বীজ ও সার বিতরণ চলবে, কাজেই নির্দিষ্ট সময়ের মধ্য তালিকাভুক্ত কৃষকদের বীজ ও সার সংগ্রহ করার অনুরোধ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত