ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সদর উপজেলায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য দেয়ার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো.আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে। একপর্যায়ে তিনি জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরে গ্রেফতারকৃত আনোয়ার স্বীকার করেন তিনি মজা করার জন্য এমন কল করেছেন।
গ্রেফতারকৃত আনোয়ার আগেও ৯৯৯ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করে আসছিল। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মিথ্যা তথ্য পুলিশকে সরবরাহ করা ও ধর্তব্য অপরাধে জড়িত সন্দেহে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত