মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঞ্চল্যকর ও আলোচিত বিএনপি নেতা আ.ফ.ম, কামাল হত্যা মামলার ২জন আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, পুত্র মিশু (২৬) এবং মনা (২৫)। বৃহস্পতিবার (১০ নভেম্বর) র্যাব- ৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন নোয়াখালী বাজারস্থ নুরপুর এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারনামীয় ৪ নং আসামী সিলেট এয়ারপোর্ট থানার বাদামবাগিচা আ/এ এলাকার মাসুক @ মাসুক চিটার এর পুত্র মিশু (২৬), ও ৬ নং আসামী গোয়াইপাড়া (গুয়াইপাড়া,বড় বাজার) এলাকার মৃত নুর মিয়ার পুত্র মনা (২৫)কে গ্রেফতারে সক্ষম হয় র্যাব সদস্যরা। র্যাব সূত্র জানায়, গত ৬ নভেম্বর ভিকটিম আ.ফ.ম কামাল চৌকিদেখী হতে প্রাইভেটকারে করে বালুচরস্থ তার বাসায় যাবার পথে আম্বরখানা বড়বাজারস্থ এম.এ মঞ্জিল, ১১৮ নং বাসার সামনের রাস্তায় পৌছালে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে প্রাইভেটকারের গতিরোধ করে প্রাইভেটকারের দরজা খুলে গাড়ীর ভিতর চালকের আসনে বসে থাকা অবস্থায় তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে। আক্রমণের ফলে ভিকটিম মারাত্মক জখম প্রাপ্ত হয়। পরবর্তীতে, ভিকটিমকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনায় মঙ্গলবার (৮ নভেম্বর) ভিকটিমের ভাই বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার রহস্য উদঘাটনে র্যাব-৯ গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এর একাধিক অভিযানিক দল বুধবার ২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত