মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় রেল দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে ফিরল একটি স্কুলের ১৬ জন শিক্ষার্থী। বুধবার (০৯ নভেম্বর) সকালে পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আতঙ্কিত শিশুদের হাসপাতালে নেয়া হয়। সূত্রে জানা যায়, জেলা শহরের এশিয়ান স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে মাইক্রোবাসের তেল শেষ হওয়ায় গাড়িটি রেল লাইনের ধারেই দাঁড় করিয়ে তেল আনতে যায় গাড়ি চালক। এসময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামি কমিউটার ট্রেনটি ছেড়ে গেলে হাজিমোড় এলাকায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় মাইক্রোবাসের কিছুটা ক্ষতি হলেও, হতাহতের ঘটনা ঘটেনি। এশিয়ান প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মুঠোফোনে বলেন, স্কুলের মাইক্রোবাসে ১৬ জন শিক্ষার্থী ছিল। তারা সবাই ভিন্ন-ভিন্ন ক্লাসের শিক্ষার্থী। কারো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছে। তবে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে বলে জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছে আহত কাউকে পাওয়া যায়নি। ছোট শিশু হওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার ওবাইদুল ইসলাম বলেন, রেল দুর্ঘটনাটি থেকে রক্ষা পেয়েছে একটি স্কুলের মাইক্রোবাস। কোন হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ, চলতি বছরের ২৪ জানুয়ারি সকালে একই স্থানে একই ট্রেনের সাথে ধাক্কায় রেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত