মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেট বিভাগীয় বিএনপির মহা-সমাবেশ সফল করার লক্ষে মৌলভীবাজারে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে শহরের হোটেল ওয়েস্টার্ন প্লাজায় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, সহ-সভাপতি ইয়াওর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, মাহমুদুর রহমান মাহমুদ, অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বায়েছ, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব মুনাহিম কবির, কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা যুবদল নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ নিশাত, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। এসময় জেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দসহ শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও রাজনগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় বিএনপির মহা-সমাবেশ সফল করার লক্ষে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত