ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শুক্রবার (০৪ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীগণ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। অতঃপর, ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তাগণ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচকগণ জাতীয় সংবিধান দিবস-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত