ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-তে জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট ২২৩টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ১৯৮টি শিল্প ইউনিটে স্থানীয় ও ৯টিতে শতভাগ বিদেশি এবং ১৬টিতে যৌথ বিনিয়োগ হয়েছে। নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৩১ হাজার ৬শ’ ১০ কোটি ৩৪ লাখ টাকা, যা জুলাই-সেপ্টেম্বর ২০২১ অপেক্ষা ১১ হাজার ১শ’ ৪৬ কোটি ৪২ লাখ টাকা বা ৫৪ দশমিক ৪৬ শতাংশ বেশি। প্রস্তাবিত এই বিনিয়োগের মধ্যে ১৪ হাজার ৫শ’ ৩০ কোটি ৬৭ লাখ টাকা স্থানীয় এবং ১৭ হাজার ৭৯ কোটি ৬৭ লাখ টাকা বিদেশি বিনিয়োগ। উল্লেখ্য, জুলাই-সেপ্টেম্বর ২০২১ অপেক্ষা স্থানীয় বিনিয়োগ ২১ দশমিক ৮২ শতাংশ কম হলেও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৮০৯ দশমিক ৭৫ শতাংশ। কেমিক্যালস শিল্পখাতে সর্বাধিক স্থানীয় বিনিয়োগ এবং সার্ভিস শিল্পখাতে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে। এ সকল বিনিয়োগের ফলে নতুন করে মোট ৭৪ হাজার ৩২ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত