ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:“আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি” কালজয়ী গানের লেখক প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক ও ক্ষুরধার কলামিষ্ট জনাব আব্দুল গাফফার চৌধুরী মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর সংবাদ পেয়ে নেতৃদ্বয় বলেন, গাফফার চৌধুরী মৃত্যু বাঙালী জাতীর একটি অধ্যায়ের সমাপ্তি। তারা বলেন একে একে আমাদের জ্ঞানের বাতিঘর গুলো নিভছে। বাঙালী জাতির জাগরনে এক অনন্য দ্বিপ শিকা ছিলেন গাফ্ফর চৌধুরী। তার ক্ষুরধান কলাম ছিল বাঙালী জাতিকে সচেতন করার অনন্য কলমাস্ত্র। তার মৃত্যু জাতীর এক অপূরনীয় ক্ষতি যা পুরণ হবার নয়। বিবৃতিতে তারা প্রয়ত গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার ও গুনগ্রাহীদের সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত