বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরবচ্ছিন্ন মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। ২০০৯ সাল হতে বর্তমান মেয়াদে সড়ক ও মহাসড়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী ১,৪০১ টি সেতু ও ৬,৩৬০টি কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। আবুল হাসানাত আবদুল্লাহ্ মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে সম্ভাব্য ঢাকা-বরিশাল ফোর লেন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মতবিনিময়-কালে এসব কথা বলেন। এসময় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বর্তমান সরকার অষ্টম পাঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এসব প্রকল্প কাজ সম্পন্ন হলে বরিশালসহ দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, নিরবচ্ছিন্ন, সময়-সাশ্রয়ী ও পণ্য পরিবহন সহজতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় দেশকে এগিয়ে নিতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আবুল হাসানাত আবদুল্লাহ্ আরো বলেন, দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী-চক্র দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দলমত নির্বিশেষে বরিশাল-বাসীর প্রতি আহ্বান জানান। তিনি বরিশাল-বাসীর সার্বিক জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ত্যাগের মনোভাব নিয়ে স্ব স্ব দায়িত্ব পালনের পরামর্শ দেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত