মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে সদর কোর্টের পুলিশ কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ অবসর নিয়ে ফুল সজ্জিত গাড়িতে চড়ে বাড়িতে গেলেন। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া‘র নির্দেশনায় মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৩টায় অবসর-জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও সিএসআই মোঃ নবী হোসেন মিয়া এর সঞ্চালনায় আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (নি:) দ্বীপংকর রায় এবং পুলিশ পরিদর্শক (নি:) বিলকিস আরাসহ সকল অফিসার ও সহকর্মীবৃন্দ বিদায়ী বক্তব্য প্রদান করেন। বিদায়ী কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ চাকুরী জীবন শেষে এই সম্মাননা পেয়ে সুযোগ্য পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়াকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তাকে কোর্টের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইউনুছ মিয়া। অনুষ্ঠান শেষে একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে কনস্টেবল সুবোধ রঞ্জন দাশকে তার নিজ বাসায় পৌঁছে দিয়ে আসা হয়। একই অনুষ্ঠানে সিএসআই সুবোধ চন্দ্র বমর্নকে ঢাকা রেঞ্জে বদলী-জনিত কারণে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় দেয়া হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত