সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, বন্যাকবলিত সিলেটবাসীর পাশে আছে শেখ হাসিনার সরকার। সরকারের নিকট পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুত আছে, কোন সমস্যা হবে না। যত ত্রাণ সামগ্রী প্রয়োজন হবে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে, কেউ না খেয়ে থাকবে না, ইনশাল্লাহ। প্রতিমন্ত্রী বুধবার সিলেট সদর, দক্ষিণ সূর্মা, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্পটে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, করোনাকালে সরকার সাত কোটি মানুষকে ত্রাণসামগ্রী সরবরাহ করেছে। বন্যাসহ যেকোন দুর্যোগে সরকার জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী আজ সিলেটের চারটি উপজেলায় বন্যার্তদেরকে সরেজমিন পরিদর্শন করেন। ইনশাল্লাহ, চাহিদা অনুযায়ী আরো ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে, কেউ না খেয়ে কষ্ট করবে না, ইনশাল্লাহ। বন্যাসহ যেকোন দুর্যোগ সাহসের সাথে মোকাবিলা করার জন্য প্রতিমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় সংসদ সদস্যগণ ও মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত