ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অবৈধ দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি জব্দ করেছে পঞ্চগড় ১৮ বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ ছেপড়াঝাড় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গান ও গুলিগুলো জব্দ করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (২৯ অক্টোবর) সকালে আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে ওয়ান শুটার গানসহ গুলিগুলো হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় নামক সীমান্ত এলাকায় বোধগাঁও বিওপির টহলরত সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় অবৈধ দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে জব্দ করে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র ও গুলি বিজিবি সদস্যরা জিডি করে রাতেই থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আদালতকে বিষয়টি অবহিত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত