নেত্রকোনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, তাদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে আসতে হবে। তাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিশুদেরকে আগামী বিশ্বের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য মতিয়র রহমান খান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত