মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে জমকালো আয়োজনের মাধ্যমে ফাহাদ ফাইটার্স টিমের জার্সি উন্মোচন করা হয়েছে । সিপিএএম সিজন ১০ এর টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর অংশগ্রহণকারী দল ফাহাদ ফাইটার্স সোমবার সন্ধ্যায় শহরের বেঙ্গল কনফারেন্স হলে জার্সি উন্মোচন করে। ফাহাদ ফাইটার্স এর উপদেষ্টা ফাহাদ বিন সালাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক ওয়াপদা গেইট শাখার ম্যানেজার মোঃ আবু জাফর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাহাদ ফাইটার্স এর টিম ম্যানেজার শেখ লিয়াকত, হেড কোচ রনি খান, সদস্য মোঃ আবু জাফর তাইয়ারসহ উক্ত টিমের সকল খেলোয়াড়বৃন্দ এবং ম্যানেজমেন্টের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান তার বক্তব্য বলেন- আজ আমি এই রকম অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত এবং গর্বিত। ফাহাদ ফাইটার্স এর মতো অন্যান্য টিম মালিকরা যদি এইভাবে অনুষ্ঠান করে তাহলে অনেক ভালো হবে। তিনি টিমের জন্য শুভ কামনা জানান। জার্সি উন্মোচন শেষে বুফে ডিনার এর আয়োজন করা হয়েছিল। রাত ৯টায় সকল কার্যক্রম শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত