মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলা পুলিশ এর আয়োজনে সিলেট বিভাগের দাবাড়ুদের অংশ গ্রহণে পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা- ২০২২ইং, সিলেট বিভাগীয় র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের আহবায়ক সৈয়দ হেলাল আহমদ এর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক তাওহীদ ইসলাম এর সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, মৌলভীবাজার প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পান্না দত্ত, জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ, চ্যানেল এন এর হেড-অব নিউজ খালেদ চৌধুরী, এড. সেকুল আহমদ, বিশিষ্ট দাবাড়ু মাহফুজুল করিম, আলী আহমদ. সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক রৌশন মিয়া প্রমুখ। আয়োজিত বিভাগীয় র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ টি জেলার দাবা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার জেলার জাবেদ আল হামিদ এবং রানার্স আপ হয় সুনামগঞ্জ জেলার আতিক মিয়া। এর আগে আয়োজকরা আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত