ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরে গাছের চাপায় স্নেহা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা আমেনা বেগম (২৫) সে ওই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামের এডভোকেট আবদুল্লার মেয়ে। সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা আমেনা বেগম (২৫) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি আরো বলেন, স্নেহা মায়ের সাথে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বাতাসে বসত ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে এসে তাদের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘরে থাকা স্নেহা ও তার মা চাপা পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যায় স্নেহা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তার দাফন করা হচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত