ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুই দিন সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে উভয় দেশের সম্মতিতে কার্যক্রম বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি-কারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন। তিনি বলেন, ভারতীয়দের কালী পূজা উপলক্ষে উভয় দেশের সম্মতিতে বন্দরের কার্যক্রম সোমবার থেকে মঙ্গলবার (২৪, ২৫ অক্টোবর) পর্যন্ত দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর (বুধবার) থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে ইমিগ্রেসন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত