মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহের তারাকান্দায় বাঁশ কাটাকে কেন্দ্র করে হামলায় ভাসুরের দেশীয় অস্ত্রের আঘাতে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহানারা বেগম (৪৫)। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (১৭ মে) দুপুরে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের ইদ্রিছ আলীর স্ত্রী।
নিহত গৃহবধূর ছেলে মাদ্রাসা ছাত্র মমিনুল ইসলাম বলেন,প্রায় ৩/৪ বছর ধরে জমিজমা নিয়ে তার বাবা ইদ্রিছ আলীর সাথে তার বড় চাচা (নিহতের ভাসুর)সিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। সোমবার (১৬ মে) তার বাবা (ইদ্রিছ আলী) বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে বাঁধা দেয় সিদ্দিক মিয়া গং। এই নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হলে ইদ্রিছ মিয়া বাড়ি থেকে চলে যান। মঙ্গলবার (১৭ মে) দুপুরে ইদ্রিছ মিয়া নিজ বাড়ি এলে আগের ঘটনার জেরে সিদ্দিক মিয়া দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিছ আলীর বাড়িতে ঢুকে হামলা চালান। এ সময় ইদ্রিছ আলী দৌড়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়ার পরও দরজা ভেঙে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে ইদ্রিছ আলী ও তার স্ত্রী জাহানারাসহ তিনজনকে আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানায় মমিনুল। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত