ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে উপজেলার চৌমুহনীর পাবলিক হল চত্বরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সনাতন ধর্মের সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিনয় কিশোর রায়ের সভাপতিত্বে গণ-অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পাপ্পু সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর শীল প্রমুখ। কর্মসূচিতে জেলা উপজেলা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং গণ-সংগীত পরিবেশন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত