ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলা কমিটির প্রয়াত সদস্য এবং প্রখ্যাত পরিবহন শ্রমিক নেতা কমরেড উজ্জল বিশ্বাস এর মেয়ে প্রিয়ঙ্কা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিল, তার অবস্থার অবনতি দেখে ডাক্তার তাকে আইসিইউতে নেয় কিন্তু দুর্ভাগ্য তিনি রাত ১০.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর। তিনি প্রাইম ব্যাংক এ কর্মরত ছিলেন। এই মেয়ে কে হারিয়ে আর্থিক দিক থেকে তার পরিবারে একটি দুর্যোগময় পরিস্থিতির সৃষ্টি হয়। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানান। এছাড়াও প্রিয়ঙ্কার প্রতি শেষ শ্রদ্ধা জানান পার্টির ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড নিমাই চন্দ্র দে ও সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার ঘোষ। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত