বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাত পেরোলেই সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচন। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শুধুমাত্র জেলা পরিষদের সদস্য প্রার্থীদের জন্য। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। রবিবার বিকেলেই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। ভোট গ্রহণ অনুষ্ঠিত
হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচ উপজেলা পরিষদে।ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও ম্যাজিস্ট্রেট। এছাড়া ভোট কেন্দ্রের চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মো: সফিকুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। আশাকরি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। প্রসঙ্গত, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ২টায়। নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ উপজেলায় ৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৭৫৮ জন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত