ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া বলেছেন, ২০৪১ সালের মধ্যে টেকসই প্রযুক্তির মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষি বিপ্লবের পাশাপাশি শিল্প সমৃদ্ধির জন্য শিল্প উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। তিনি বলেন, এখন বাংলাদেশে আন্তর্জাতিকভাবে উন্নত মেশিনারিজে শিক্ষিত দক্ষ ইন্জিনিয়ারদের দ্বারা বিভিন্ন ক্যাটেগরির শিল্প উদ্যোক্তা তৈরি করা হচ্ছে । সোমবার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই) আয়োজিত তথ্য অধিদফতরের ইনভেশন টিম এর টিটিআই পরিদর্শন উপলক্ষ্যে এক মোটিভেশনাল সভায় প্রধান তথ্য অফিসার প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসারের নেতৃত্বে তথ্য অধিদফতরের ১৬ জন ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মোটিভেশন সভায় বিটাকের পরিচালক সৈয়দ ড. মোঃ এহসানুল করিম সভাপতিত্ব করেন। প্রধান তথ্য অফিসার বলেন, এখানে আধুনিক টেকনোলজি প্রযুক্তি কম্পিউটারাইজড এর মাধ্যমে বিভিন্ন কারিগরি ও জেনারেল শিক্ষায় শিক্ষিত বেকার যুবক যুবতীকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে শিল্প উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিতে এবং স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মোঃ আব্দুল জলিল প্রশিক্ষণলব্ধ জ্ঞান গর্বের ওপর বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রধান তথ্য অফিসারের নেতৃত্বে ইনোভেশন টিম আধুনিক টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন ল্যাব ঘুরে দেখেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত