বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তন মামলায় ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জমিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও শহর থেকে কাউন্সিলর আটক করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। ওসি বলেন, গত ৮ই অক্টোবর শনিবার শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি মেহগনি গাছ কাটে ফেলা হয়। এলাকাবাসী দেখে থানায় খবর দেয়। পরে বনবিভাগ গাছটি জব্দ করে। ঠাকুরগাঁও পৌর মেয়র থানায় একটি গাছ কর্তনের মামলা করেছেন
মামলার প্রেক্ষিতে কাউন্সিলর মো. জমিরুল ইসলামকে আটক করা হয়েছে। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত শনিবার শহরের শান্তিনগর এলাকায় পৌরসভার জাগরণী ক্লাবের মেহগনি গাছ টেন্ডার ও বনবিভাগের অনুমতি ছাড়াই একটি চক্র কর্তন করে। পরে খবর পেয়ে পুলিশসহ বন কর্মকর্তা গাছ কাটা বন্ধ করে দেয় ও কাঠুরিয়াদের আটক করেন। এবিষয়ে আমি থানায় একটি মামলা করি। মামলার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কাউন্সিলর জমিরুলকে আটক করেছে পুলিশ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত