মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে এক স্যান্ডেল ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্ৰামের রহনপুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের বোয়ালিয়া ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্ৰামের মদলিস আলীর ছেলে আফজাল হোসেন (৫০)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বোয়ালিয়া কাউন্সিল বাজারে স্যান্ডেলের দোকান থেকে বাইসাইকেল যোগে বাড়ির দিকে যাবার পথে বোয়ালিয়া ভূমি অফিসের সামনে পৌঁছলে ভোলাহাট থেকে সোনাইচন্ডীহাটগামী একটি গরু ভর্তি ভুটভুটি গাড়ি তাকে ধাক্কা দেয়। নিহতের পরিবার জানায়, ভুটভুটির ধাক্কায় গাড়ির নিচে চাপা পড়ে পড়লে আফজাল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত