মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মোঃ রনি (২৫) নামে একজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে শিবগঞ্জ পৌরসভার খানপাড়া পাইলিং মোড় এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা। আটককৃত মোঃ রনি শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে শিবগঞ্জ পৌরসভার খানপাড়া পাইলিং মোড় এলাকার মেসার্স ভাই ভাই অটো এন্ড ব্যাটারি হাউসের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ উক্ত ব্যক্তিকে আটক করে। আরও জানায়, জব্দ-কৃত ইয়াবার মধ্যে নতুন ধরনের ৩৯৫ পিস সাদা ইয়াবা রয়েছে। নতুন ধরনের সাদা ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ীরা আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে অভিনব কায়দায় এ ধরনের ইয়াবা ট্যাবলেট মায়ানমার হয়ে টেকনাফ, চট্টগ্রামসহ বিভিন্ন রুট ব্যবহার করে এসব অঞ্চলে প্রবেশ করাচ্ছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত