হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের শৈলকুপায় মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় অন্তত ১২টি বাড়ি। মঙ্গলবার রাত ১০টায় কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। দুপক্ষের পুরনো বিরোধে স্কুল ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে নতুন করে বিরোধে এ ঘটনা ঘটে।শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম এ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেন।আহতদের মধ্যে দুজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন; বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান ও সাবেক সদস্য আশাদুল ওরফে আশা মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্কুলের’ ম্যানেজিং কমিটির নির্বাচনে দুপক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে রাতে মান্নান ও তার সমর্থকরা আশার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা করে। এসময় আশার সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ বাঁধে। “রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত পাঁচজন আহত হয়। এ সময় গ্রামের বারটি বাড়িঘর ভাঙচুরও করা হয়।”খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত