মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে পানিতে ডুবে স্মৃতি নামে এক দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের হাবিব আলীর মেয়ে। স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল স্মৃতি। এ সময় পাশে থাকা টিউবওয়েলের পানি জমে থাকা একটি ডোবায় পড়ে তার মৃত্যু হয়। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত