ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘Livestock and dairy development project’ এর আওতায় নয়টি সেট সংবলিত একটি ওয়েট মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। মঙ্গলবার ফুলপুর পৌরসভা আয়োজিত ভিওিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৭ কোটি ৯৬ লাখ টাকার কিছু বেশি। প্রকল্পটি বাস্তবায়িত হলে আমুয়াকান্দা বাজারের স্লটার হাউজের স্বাস্থ্যসম্মত পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে আমূল পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত