নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে সমাজ সেবা দপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ২০২১-২২ অর্থ বছরের তহবিল থেকে এ অনুদানের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংগঠনসমুহের প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্ব আব্দুস সামাদসহ অন্যরা। সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবিরের সঞ্চালনায় সভায় জেলার ৩৪টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সর্বমোট ১২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত